নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কার্যালয় উদ্বোধন করেন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
এসময় রাবিপ্রবি নতুন কার্যালয় উদ্বোধন মোহাম্মদ ইউসুফ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ নূরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক আবদুল গফুর, রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চাকমা, সাধারণ সম্পাদক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসাঃ হাবিবা, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ও সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা, সাধারণ সম্পাদক ও সহকারী রেজিস্ট্রার (সংস্থাপন) মহিম আল মহিউদ্দিন সহ রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সকল সদস্য, রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সেলিনা আখতার রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নতুন এই কার্যালয়ের মাধ্যমে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
এছাড়াও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা তাদের নতুন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।