ইকবাল হােসেনঃ
হযরত গরীবুল্লাহ শাহ মাইজভান্ডারী’র মাজার মসজিদ, মাদ্রাসা ও এতিম খানার আয়োজনে গরীবুল্লাহ শাহ মাইজভান্ডারী’র ৩২তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অফিসার্স কলোনীতে অবস্থিত গরীবুল্লাহ শাহ মাইজভান্ডারী’র মাজারে দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্যদিয়ে ওরশ অনুষ্ঠিত হয়।
বাদে মাগরিব হতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন- জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলার সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী।
হযরত গরীবুল্লাহ শাহ মাইজভান্ডারী’র মাজার মসজিদ, মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন মাইজভান্ডারীর সভাপতিত্বে ও রিজার্ভ বাজার লঞ্চঘাট জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. এনামুল হক হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- আসামবস্তির শাহীনুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি কাজী মাজহারুল ইসলাম নঈমী, পুরাতন বাস স্টেশন জামে মসজিদের সহকারি ইমাম মুহাম্মদ ইউসুফ আলী আল-ক্বাদেরী ও কাউখালীর তাহেরীয়া শাহীন সোলাইমান জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন আল-কাদেরী।
শেষে মিলাদ, ক্বিয়াম এবং দেশ জাতীর কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।