নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি।
শুক্রবার বিকেলে নানিয়ারচর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সানাউল্লাহ, যুবদলের আহ্বায়ক বাবুল সর্দার, সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিয়াজ, মহিলা দলের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগমসহ উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা জিয়াউর রহমানের বার্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম জিয়ার রোগমুক্তি, দেশ এবং জাতির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।