নিজস্ব প্রতিনিধিঃ
জন্মদিন ও বিবাহবার্ষিকী উপলক্ষে সহকর্মী আইনজীবীদের ভালোবাসায় সিক্ত হলেন, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে এই দিনটাকে স্মরণ ও বরণ করে নেওয়ার জন্য সহকর্মীরা তাঁর অফিস কক্ষে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও পরিবার সকলের প্রতি শুভকামনা জানান।
এসময় জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু, অ্যাডভোকেট শিশু মনি চাকমা, অ্যাডভোকেট মিলন চাকমা, অ্যাডভোকেট শিশু মনি চাকমা, অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা, অ্যাডভোকেট রিমন সরকার, অ্যাডভোকেট জীবন বিকাশ চাকমা, অ্যাডভোকেট নয়ন চাকমা, ছাত্রনেতা তুফান চাকমা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সহকর্মীদের হঠাৎ উপস্থিতি দেখে রফিকুল ইসলাম আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি সকল সহকর্মী ও সুধীজনের ভালোবাসায় অভিভূত হন। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি পরিবারের দোয়া কামনা করেন।