নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচনী প্রচারণার শেষ মুহুর্তে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নৌকার পক্ষে বিশাল শোডাউন, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে হতে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি প্রেস ক্লাব, রিজার্ভ বাজার প্রধান সড়ক, মসজিদ মার্কেট, সিএনজি ষ্টেশন, লঞ্চঘাট, গিতাশ্রম মন্দির, মহসিন কলোনী ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর সেতু প্রদক্ষিণ করে নেতাকর্মীরা পাহাড়িকা বাস কাউন্টারের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় রাঙামাটি পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন।
এসময় অন্যান্যের মাঝে জেলা যুবলীগ নেতা মো. রফিক, মো. সাজু, মো. আবু তৈয়ব, আলী, জেলা ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক মো. তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাকিল, ছাত্রলীগ নেতা মো. মাসুদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. সালাম, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সজল ত্রিপুরা, ১নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে শাওয়াল উদ্দিন বলেন, আপনারা ৭জানুয়ারী সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট টা দিয়ে আসবেন। এরপরে বাড়িতে গিয়ে মা বোন ও বয়ষ্কদের ভোটকেন্দ্রে আসতে সাহায্য করবেন।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা আগামী ৭ই জানুয়ারী নৌকা প্রতিকে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান।