নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে নৌকা প্রতিকের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে প্রচারণায় নেমে জয়লাভ করলে বাসিন্দাদের সুবিধা সমূহের প্যাকেজ ঘোষনা করলেন, জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, কোন পণ্য কিনলে যেমন সাথে প্যাকেজ উপহার দেওয়া হয় তেমনি দীপংকর তালুকদার জয়লাভ করলে স্থানীয়রা পাবেন প্যাকেজ সুবিধা।
মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যায় শহরের পুরাতন বাস ষ্ট্যান্ডে নৌকার প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার জয়লাভ করলে রাঙামাটিতে বিমান বন্দর, কলকারখানা, আধুনিক পর্যটন নগরী, রাঙামাটিকে শিল্প নগরী হিসেবে স্থাপন, বেকার নারী, পুরুষ ও যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ নির্বাচনী ইশতেহারসমূহ কে তিনি প্যাকেজ আকারে ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আগামী ৭ই জানুয়ারী কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে একটা ভোট দিয়ে দীপংকর তালুকদারের পাশে থাকবেন। দীপংকর তালুকদার নির্বাচিত হলে আগামী ৫বছর তিনি আপনাদের পাশে থাকবে।
নির্বাচনে রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজি ছলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মো. মূসা মাতব্বর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মো. শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী এবং দলের নেতাকর্মী সহ বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাজাহানের সঞ্চালনায় এসময় বক্তারা বলেন, গত ১৫বছর আওয়ামী লীগ সরকার দেশে ব্যপক উন্নয়ন করেছেন। জননেতা দীপংকর তালুকদার পাহাড়ে গণমানুষের নেতা। তাকে সব সময় কর্মীদের পাশে পাওয়া যায়।
তাই আগামী ৭ই জানুয়ারী নৌকা প্রতিকে ভোট দিয়ে দীপংকর তালুকদার কে বিপুল ভোটে জয়লাভ করানোর ও আহ্বান জানান।