ইকবাল হোসেনঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে পৌরসভার ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তার সহধর্মীনী বিটা চাকমা।
বুধবার সকাল থেকে দিনব্যাপী তিনি পৌর এলাকার ২নং ওয়ার্ডের পৌর কলোনী, পুরাতন হাসপাতাল, মাতৃমঙ্গল এলাকা, মহিলা কলেজ এলাকা, উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকা, এসপি অফিস সংলগ্ন নীচের রাস্তা ও ২নং পাথরঘাটা এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে মিসেস হাবীব, মিসেস শামিম আক্তার, মিসেস মাহবুব, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সলিম উল্ল্যাহ সেলিম, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জুবাইতুন নাহার, ২নং ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর, সাবেক কাউন্সিলর রুপশী দাশ গুপ্ত, জেলা আওয়ামীলীগের সদস্য উদয়ন বড়–য়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন ইমন, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন বড়–য়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রূপন দাশ, দীপায়ন বড়–য়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, শারমিন আক্তার সোমা, দপ্তর সম্পাদক নুর আলম, জেলা কৃষকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা আওয়ামীলীগ, পৌর মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ ও ওয়ার্ড আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।