নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় পাহাড়ে ও বইছে নির্বাচনী হাওয়া। সংসদ সদস্য প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট চাইতে এসে নানিয়ারচরে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন দীপংকর তালুকদার।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে থেকে নির্বাচনী প্রচারণায় রত্নাংকুর বন বিহার, নানিয়ারচর বাজার, ইসলামপুর, বগাছড়ি ও বুড়িঘাট ইউনিয়নে লিফলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভায় অংশগ্রহনকালে সাবেক এই সংসদ সদস্য কে ফুল দিয়ে বরণ করে নেয় এলাকাবাসী।
পথসভায় দীপংকর তালুকদার জেলায় বিমানবন্দর স্থাপন ও রেলপথ চালুকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নের নির্বাচনী ২১দফা ইস্তেহার উল্লেখ করে নির্বাচনী নানা প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি রাঙামাটিকে অর্থনৈতিক অঞ্চল গঠনে জেলা সদরের সঙ্গে ১০ উপজেলার যোগাযোগ আরও গতিশীল করতে আন্তঃউপজেলার সংযোগ সড়ক নির্মাণ, কাপ্তাই হ্রদের ড্রেজিং ও মাছের উৎপাদন বৃদ্ধি, হিমাগার স্থাপন, জেলার আরও কিছু স্কুলকে এমপিওভুক্ত এবং জাতীয়করণ করারও প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, আপনাদের ভালোবাসায় আমি এর আগেও নির্বাচিত হয়েছি। এবার নির্বাচিত হলে এই এলাকা উন্নয়নে বাকি কাজ গুলোও আমি করে দিব।
বক্তব্যে বক্তারা গত ১৫বছরে নানিয়ারচরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ও বিশেষ করে পার্বত্যাঞ্চলের সর্ববৃহৎ সেতু বাবু চুণিলাল দেওয়ান সেতু নির্মাণ বিষয়ে আলোচনা করেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দিতে আহ্বান জানালে ২হাত তুলে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয়রা।
সর্বশেষ তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তিচুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই জানিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ভোট প্রার্থনা করেন।
পথসভায় কেদ্রীয় আওয়ামী লীগের সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, যুগ্ম সাধারণ সন্তোষ কুমার চাকমা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, সাবেক মহিলা সাংসদ ও জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজা বেগম চিনু, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা যুবলীগ মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেওয়া নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন দীপংকর তালুকদার ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে সকালে উপজেলা সদরের রত্নাংকুর বন বিহারে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয় নৌকা প্রতীকের এই প্রার্থী।