নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার বিকেলে নৌকার পক্ষে নেতাকর্মীরা তবলছড়ির থানা রোড থেকে শুরু করে মাস্টার কলোনী, উপর বাজার, নীচের বাজার ঘুরে নির্বাচনী প্রচারণা কার্যালয়ে এসে প্রচারণা শেষ হয়।
প্রচারণায় নেতাকর্মীরা ভোটারদের কাছে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় ৪নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা মেহেদী আল মাহবুব, সদস্য সচিব ও সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিহার দেব, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওমর ফারুক আলমগীর, জেলা যুবলীগের সহ-সভাপতি বিটন সরকার, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম রতন, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তাহের, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বদরুল, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শহিদুল আলম মনা, ছাত্রলীগ নেতা সোহেল উদ্দিন, মেহেরাজ উদ্দিন শান্ত, মেহেদী হাসান, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক দীপক দে সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।