নিজস্ব প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জেরে রাঙামাটির নানিয়ারচরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে খুকুমনি খীসা (৩৪) নামের এক যুবক। সে নানিয়ারচর সদর ইউনিয়নের কাউন্সিল পাড়া এলাকার মনোকুমার খীসার ছেলে।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে ফসলের পোকা মারা বিষ পান করে সে।
এসময় পরিবারের সদস্য ও প্রতিবেশিরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে মুঠোফোনে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলতাফ হোসেন জানান, বিষপানে গুরুতর অবস্থায় খুকুমনি খীসা নামে এক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।