নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের সহধর্মিণী বিটা তালুকদার।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী রাঙামাটি শহরের পৌর এলাকার রসুলপুর, শান্তিনগর, শফিকলোনী ও গর্জনতলীতে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি।
এসময় প্রচারণায় জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য আবু তৈয়ব, আশিষ কুমার চাকমা নব, তৈয়ব হোসেন মামুন, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মনসুর আহমেদ মান্না, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, ৭,৮,৯নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর জুবাইতুন নাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মানিক রতন নাথসহ ছাত্রলীগ যুবলীগসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রচারণায় নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ৭জানুয়ারী নৌকা মার্কায় ভোট পার্থনা করেন নেতৃবৃন্দরা।