তুফান চাকমাঃ
প্রতি বছরের ন্যায় রাঙামাটির রাজবন বিহারের মাসব্যাপী চলছে আকাশ প্রদীপ উত্তোলন।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজবন বিহারে আয়োজিত আকাশ প্রদীপ উত্তোলনের ১৫তম দিনে দেখা যায় হাজারো পূণ্যার্থীদের ঢল।
এ উপলক্ষে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থণা, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দান, প্যাগোডা উদ্দেশ্য টাকা দান সহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়। পরে বিশ্বের সকল প্রাণীর হিত সুখ মঙ্গলার্থে ৫মিনিট ভাবনা করা হয়।
এসময় দূরদুরান্ত থেকে পূণ্য সঞ্চয় করতে আশা পূণ্যার্থীদের উদ্দেশ্যে রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির স্বধর্ম দেশনা প্রদান করেন। সাধু, সাধু, সাধু ধ্বনিতে এসময় বিহার প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে উঠে।