নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে জেলা মহিলা গাউসিয়া কমিটির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা গাউছিয়া কমিটির আয়োজনে রাঙামাটি চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটির সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মনসুর আলী।
এসময় গাউছিয়া কমিটির সহ-সভাপতি হাজী জানে আলম ও আব্দুল হালিম ভোলা সওদাগর, মহিলা গাউসিয়া কমিটির সভাপতি আসমা আলী, জেলা গাউসিয়া কমিটির সদস্য মো. হারুন, সাইফুল ইসলাম. মো লোকমান, মাওলানা মো. মফিজসহ জেলা মহিলা গাউসিয়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মনসুর আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিকল্প নেই। নির্বাচনে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারকে আবারো ভোট দিয়ে জয়ী করার মাধ্যমে উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পরে মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।