নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
এতে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হ্যাডম্যান ও কার্বারীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সকলকে নজর রাখতে বলা হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সদস্যরা সমন্বয় সভায় মিলিত হন।