তুফান চাকমাঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর বাবা আব্দুল মান্নান হাওলাদার ইন্তেকাল করেছেন।
সোমবার বিকেল ৪টায় উপজেলার বুড়িঘাটে নিজ জামাতার বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১১০ বছর।
এদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাবার মৃত্যুতে শোক প্নারকাশ করেছে নানিয়ারচর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত।
এক শোকবার্তায় তিনি নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।