তুফান চাকমাঃ
রাঙামাটির নানিয়ারচরে খামারপাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে ৩৪তম দানোৎসব কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। এদিন বিহার অধ্যক্ষ পঞ্ঞাবংশ মহাথের শ্রাদ্ধক্রিয়ানুষ্ঠান ও সম্পন্ন করা হয়।
শনিবার সকালে বিহার পরিচালনা কমিটির আয়োজনে কঠিন চীবর দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, হাজারবাতি দান, কল্পতরু দান সহ নানাবিধ দানের কার্য সম্পাদন করা হয়।
এসময় বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষুসঙ্ঘরা সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্যে সুত্রপাত, গৌতম বুদ্ধের অমৃতবাণী স্বধর্ম দেশনা এবং প্রয়াত বিহার অধ্যক্ষ পঞ্ঞাবংশ মহাথেরর স্মৃতিস্মারণ করেন।
কমিটির সভাপতি শান্তি রঞ্জন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শুদ্ধোদন চাকমা প্রমুখ।
বক্তব্যে দর্শন চাকমা বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়নের ছোয়া লেগেছে এবং পাহাড়ি বাঙালি সম্প্রীতি বেগবান হয়েছে। এই উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে এবং পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করা ছাড়া বিকল্প আর নেই। পাহাড়ের অভিভাবক জননেতা দীপংকর তালুকদারের হাত ধরেই এই অঞ্চলে উন্নয়ন ও সম্পীতির পরিবেশ বিরাজমান তাই আগামী ৭ই জানুয়ারি জননেতা দীপংকর তালুকদার এমপিকে আশীর্বাদ ও ভোট প্রানের মাধ্যমে বিজয়ী করার আহবান জানান।
২দীনব্যাপি এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূণ্য সঞ্চয় করতে হাজারো দায়ক-দায়িকারা অংশগ্রহণ করেন।