নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীলের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকা ২দিনের হরতাল সমর্থনে রাঙামাটি শহরের দোয়েল চত্বর এলাকায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনি স্বপন দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বায়তুশ শরফের সামনে থেকে বিক্ষোভকারীরা একটি মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ পূর্বক মাতৃমঙ্গলের সামনে এসে এটি শেষ হয়।
এসময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাহবুবুল বাসেত অপু ও শফিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় যুবদলের উপজাতী বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী, জেলা ছাত্রদল ও সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তাফা, সদর থানা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, জেলা তাতী দলের সভাপতি আনোয়ার আজিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুল হক মানিক, আব্দুল মজিদ নান্টু, যুগ্ম-সম্পাদক ফজরুল ইসলাম, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক সুফিয়ান রেজাসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।