নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন তফশীল ঘোষণা করায় রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৬নভেম্বর) লংগদু উপজেলা সদরে পাবলিক মিলনায়তনে আলোচনায় উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
বিশেষ আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম অসুস্থ্য থাকায় দলের সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু সভার সভাপতিত্ব করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহাদাৎ হোসনে শিপুর উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা আব্দুর রহমান হাওলাদার, উপদেষ্ঠা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামাী লীগের সহ সভাপতি আব্দুল আলী (সাবেক চেয়ারম্যান), সহ-সভাপতি হোসেন আলী, মাইনীমুখ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, লংগদু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ মেম্বার, ভাসাইন্যাদম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বগাচতর ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক লিটন মিয়া দুলাল, কালাপাকুজ্জা ইউনিয়ন আ,লীগের সভাপতি আবু তাহের, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তফা মিয়া, উপজেলা মহিলা লীগের সভাপতি সাবরিনা তানিয়া হাওয়া, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক কামাল পাশা ও উপজেলা ছাত্র লীগের সভাপতি আল মামুন প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা দেওয়ায় নির্বাচন কমিশনকে লংগদু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এরপর দলের মনোনীত প্রাথীর নির্বাচন পরিচালনা করার লক্ষে কেন্দ্র ঘোষনা অনুযায়ী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করবে বলে সভায় জানানো হয়। এব্যাপারে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন দলের সিনিয়র নেতৃবৃন্দরা।