মো. গোলামুর রহমানঃ
রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লংগদুর উপজেলার রাজনগর জোনের বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) শুল্ক ফাকি দিয়ে ভারত হতে চোরাচালানের উদ্দ্যেশ্যে গরু এনে বাঘাইছড়ির চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজনগর জোন।
রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম (এসপিপি) এর দিক-নির্দেশনায় ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস) এর নেতৃত্বে একটি বি টাইপ টহল দল ও আমতলী পুলিশ ফাঁড়ির ৪জন পুলিশ সদস্যের সমন্বয়ে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু রেখে পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় গরু আটক করা হয়। যার বাজারমূল্য ৪লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসংগে জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম বলেন, দেশীয় গরুর খামারীদের রক্ষায় ভারতীয় গরু চোরাচালান বিরোধী বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।