নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীলের বিরুদ্ধে ঝটিকা মিছিল করেছে রাঙামাটি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় তফসীল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীরা কাঠালতলী মুখ থেকে ঝটিকা মিছিল শুরু করে শহরের গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পে গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, কেন্দ্রীয় যুবদলের উপজাতী বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুঙ্গু, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদস্য সচিব কামাল উদ্দিন, সদর থানা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কৃষকদলের সভাপতি অলোকপ্রিয় চৌধুরী রিন্টু, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজম, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফনিন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মজিদ নান্টু, যুগ্ম-সম্পাদক ফজরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আল আমিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।