ইকবাল হোসেন
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৩দিনের অবরোধে রাঙামাটিতে বিএনপির কোন নেতাকর্মীদের দেখা না গেলেও অবরোধের সমর্থনে বিএনপি কার্যালয়ে এসে অবস্থান করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান। এর আগে বিএনপির ডাকা হরতালেও রাঙামাটির রাজপথ বিএনপি শূন্য থাকলেও মাঠে ছিলেন দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার সকালে দীপেন দেওয়ান রাঙামাটি কেন্দ্রীয় কারাগারে গ্রেফতার নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি বিএনপি কার্যালয়ে এসে অবস্থান নেন।
এসময় তার সহধর্মিনী ও ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির কোন সিনিয়র নেতা মাঠে না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করছে তৃণমূলের নেতাকর্মীরা। এমতাবস্থায় দীপেন দেওয়ান দলীয় কার্যালয়ে অবস্থান করায় নেতাকর্মীরা উজ্জীবিত হবে বলে ধারণা করা হচ্ছে।
এসময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে চলে যেতে বললে বাকবিতন্ডা জড়িয়ে পড়ে দু-পক্ষ।