নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে ধর্মীয় প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার ও শীতের কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বৌদ্ধ মন্দিরে পানির ফিল্টার এবং ইসলামপুর শিশু সদনে শীতের কম্বল বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক তালুকদারসহ মসজিদ, মন্দির ও শিশু সদন পরিচালনা কমিটি সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন|
এবিষয়ে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে এডিপির থোক বরাদ্দ থেকে আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পানির ফিল্টার ও শীতের কম্বল বিতরণ করেছি।
জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে এলাকার কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে পানির ফিল্টার ও শীতের কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের এধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।