নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির রাজবন বনবিহারে স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর পারিবারিক মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বিহারের দেশনালয়ে রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এসময় ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, মৈত্রী ভাবনা, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, প্যাগোডা উদ্দেশ্যে টাকা দানসহ নানাবিধ দানের কার্য সম্পাদন করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগ নেতা মিলন তালুকদার, নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক তুফান চাকমা, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের ছাত্রপ্রতিনিধি তুষার চাকমা, জেলা ছাত্রলীগ নেতা নোবেল চাকমা, এন্টন চাকমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে মিলন তালুকদার বলেন, রাঙামাটি জেলার সকল সম্প্রদায়ের অভিভাবক আমাদের প্রিয় নেতা দীপংকর তালুকদার এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর পারিবারিক তথা সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় বিশেষ এই প্রার্থনা করা হয়েছে।
কলেজ ছাত্রপ্রতিনিধি তুষার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের গণমানুষের নেতা দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও আমাদের সকল পারিবারিক তথা বিশ্ব শান্তির মঙ্গলার্থে এই পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।