নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রেস ক্লাব ভবনে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা ক্বারি মোহাম্মদ ওসমান গণি চৌধুরী আল ক্বাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাসান মাহমুদ আল ক্বাদেরীর সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন নূরী, রিজার্ভ বাজার তৈয়বিয়া আইডিয়াল স্কুল অধ্যক্ষ মাওলানা আখতার হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আলী আহসান ভূইয়াঁ, পশ্চিম মেখল গাউসুল আজম শাহী জামে মসজিদ খতিব মাওলানা নঈম রেজা আল কাদেরী, কাঁঠালতলী জামে মসজিদ খতিব মাওলানা সেকেন্দার হোসাইন, শান্তিনগর জামে মসজিদ খতিব মাওলানা শফিউল আলম, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদ খতিব মাওলানা রেজাউল করিম, বায়তুল মামুর জামে মসজিদ খতিব ক্বারি মাওলানা মিরাজ উদ্দিন ও তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা আবুল হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুলে করিম (স.) জন্ম না নিলে মহান আল্লাহ সারা পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। মহানবী (স.) ইসলাম প্রচারের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। বিশ্ব শান্তির এই ধারা অব্যাহত রাখতে কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী আমল করতে হবে।
আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ-মাহফিল এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।