মাহাদী বিন সুলতানঃ
রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরূপা এলাকা সুন্দর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত এবং ফুটপাত দখলমুক্ত করাসহ অবৈধ পার্কিং এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতয়ালী থানা পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে আরিফুল আমিন বলেন, রাঙামাটির রাজধানী খ্যাত বনরুপাতে লোক সমাগম বেশি হয়। এখানে অবৈধভাবে সিএনজি ও মোটর সাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহন পার্কিং করা হয়।
রাঙামাটি পুলিশ সুপারের নির্দেশক্রমে আজ আমরা অভিযান পরিচালনা করে যানজট নিরসন ও বনরুপা কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চেষ্টা করেছি। যারা অবৈধভাবে এই যানজট সৃষ্টি করে তাদের সতর্ক করা হয়েছে। পরবর্তিতে কেউ অবৈধভাবে যানজট সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।