নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) চেয়্যারপাসন বেগম খালেদা জিয়া’র মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
সোমবার (৯ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ২৯৯নং আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী মৈত্রী চাকমা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো), এডভোকেট সাইফুল ইসলাম পনির, জহির আহমদ সওদাগর, মৈত্রী চাকমা, নিজাম উদ্দিন বাবু, তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা কৃষকদলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য। তার জরুরী সুচিকিৎসা প্রয়োজন। দেশের জনগণ যখন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, তখন এই সরকার আইনের দোহায় দিয়ে তাকে অন্তরীন করে রেখেছে। ফৌজদারী কার্যবিধি ৪০১ ধারায় সুনির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়া কে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছেনা। গায়ের জোরে এই সরকার তিলে তিলে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।