ইকবাল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
পর্যটন শহর রাঙামাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার ৭নং ওয়ার্ডে ডাস্টবিন বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার দুপুরে ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন বিভিন্ন দোকান ও বাড়ি বাড়ি গিয়ে ডাস্টবিন বিতরণ করেন।
কাঠালতলী পাড়া ও পৌরসভা থেকে হ্যাপির মোড় পর্যন্ত মূল সড়কের পাশে বিভিন্ন মার্কেট, মাছ বাজার, কাঁচা বাজার, হোটেল, ল্যাব, রেস্টুরেন্ট ও বহুতল ভবনে ডাস্টবিন বিতরণের পর এবার আলম ডক ইয়ার্ড এলাকায় ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।