ইকবাল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
হাতের তৈরি রং বেরঙের পোষাক এবং হরেক রকম বিলাশ দ্রব্যের নজরকাড়া পশরা সাজিয়ে বসেছেন রাঙামাটির নারী উদ্যোক্তারা। সনাতন সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব ঘিরে এই মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বিকালে রাঙামাটি শহরের নিউ মার্কেটের আশিকা হলরুমে এই মেলার সূচনা হয়। মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।
রাঙামাটি নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলার নাম দেওয়া হয়েছে “শারদীয় দূর্গাপূজা মেলা ২০২৩”। নারী উদ্যোক্তারা সকাল থেকেই দোকান সাজালেও সন্ধ্যায় কেক কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙামাটি নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার সভাপতি ক্যালি চাকমা। এসময় স্টল মালিক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাঙামাটিবাসী কে পিঠা উৎসব ও মেলা পরিদর্শনের আহ্বান জানান উদ্যোক্তারা।