নিজস্ব প্রতিনিধিঃ
মৎস্য অধিদপ্তরের অধীনে পার্বত্য চট্টগ্রামে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে কার্প জাতীয় মাছ চাষে চাষীদের মাঝে ৩দিনব্যপী (৩,৪ ও ৫অক্টোবর) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার হার্টিকালচার সেন্টারের কনফারেন্স রুমে নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মোক্তারের সভাপতিত্বে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ে চাষীদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) শেখ মোঃ এরশাদ বিন শহীদ ও উপজেলা মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা (ঝিনুক) সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, মৎস্য বিভাগের ৩দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে চাষীরা মাছ চাষের তাত্ত্বিক জ্ঞান লাভ করবে। পাশাপাশি মাঠ সফরের মাধ্যমে ব্যবহারিক জ্ঞানও অর্জন করবেন। এছাড়া প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে চাষীরা আর্থিকভাবে লাভবান হবেন। এতে করে প্রান্তিক চাষিরা মাছ চাষে আগ্রহী হবে এবং স্থানীয়ভাবে মাছের চাহিদা পূরণ হবে। মৎস্য বিভাগের এমন উদ্যোগ প্রসংশার দািব রাখে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে শাহরিয়ার মোক্তর বলেন, কাপ্তাই লেক থাকায় নানিয়ারচর সদরে সহজেই মাছের চাহিদা পূরণ হলেও দুর্গম পাহাড়ে মাছের যোগান অপ্রতুল। পাহাড়ের ক্রীকে কার্প জাতীয় মাছ চাষ হতে পারে সম্ভাবনাময়।
মৎস্য বিভাগ জানায়, ৫ অক্টোবর মাঠ সফরের মাধ্যমে মৎস্য চাষীদের এই প্রশিক্ষণের সমাপ্তি হবে। ৩দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ২০জন ক্রীক মৎস্য চাষী অংশগ্রহণ করেন।