॥ নিজস্ব প্রতিনিধি ॥
আগামী ৫ই অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠেয় বিএনপি’র রোডমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বান্দরবান জেলা বিএনপি।
বুধবার বান্দরবান জেলা বিএনপি আয়োজিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বান্দরবান জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মেমাচিং মারমার সভাপতিত্বে ও সাবেক পৌর মেয়র জাভেদ রেজার সঞ্চালনা বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি লুসাই মং, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন তুষার, বিএনপির নেতা আবিদুর রহমান, শাহাদাত হোসেন, সেলিম রেজা ও টিমং মারমা, পৌর বিএপির সভাপতি মো. নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. শফি উল্লাহ শফি।
সভায় বান্দরবান সদর উপজেলা বিএনপির সভাপতিসহ সাত উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে নিজ নিজ উপজেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ বলেন বর্তমান সরকারের জুলুম নিপীড়নে অতিষ্ট বিএনপি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এখন উজ্জীবিত। তারা শুধু রোডমার্চ সফল নয় আগামী দিনে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত যেকোনো ধরনের কঠোর কর্মসূচি সম্মিলিতভাবে পালন করার বিষয়ে বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধ।