রাঙামাটি প্রতিনিধিঃ
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, “চ্যানেল আই” এর ২৫বছর পদার্পন উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
চ্যানেল আই রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক প্রেস ক্লাব সভাপতি ও গিরিদর্পণ পত্রিকা সম্পাদক একেএম মকছুদ আহমদ, সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, মানবাধিকার কর্মী ও নারী উদ্যোক্তা টুকু তালুকদার ও দৈনিক রাঙামাটি ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমিসহ সাংবাদিক ও গম্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সংবাদ মাধ্যম যে কতটা শক্তিশালী তা আমরা প্রতিটা মুহুর্তে উপলব্ধি করতে পারি। সারা পৃথিবীর কোথায় কি ঘটছে তা আমরা জানতে পারি। প্রতিটা সংবাদের আপডেট তথ্য আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি। সাংবাদিকরাই সমাজের দর্পণ। তাদের মাধ্যমেই আমরা সমাজের প্রকৃত চিত্র সম্পর্কে জানতে পারি।
তিনি আরো বলেন, চ্যানেল আই আজ ২৫বছরে পদার্পন করেছে। এর থেকেই বোঝা যায় যে দেশের মানুষের নিকট এই চ্যানেলের গ্রহণযোগ্যতা রয়েছে। আমি আশা করবো, চ্যানেল আই এর মাধ্যমে আমরা যেন দেশের মানুষের নিকট রাঙামাটিকে তুলে ধরতে পারি। রাঙামাটির আরো তথ্যবহুল সংবাদ এই চ্যানেলে প্রচার করতে হবে।
সভায় বক্তারা বলেন, চ্যানেল আই দেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল। চ্যানেলটিতে মাটি ও মানুষ, তৃতীয় মাত্রা সহ বেশ কিছু অনুষ্ঠান রয়েছে যা অনুপ্রাণিত করে। শায়েখ সিরাজ তার মাটি ও মানুষ অনুষ্ঠানের মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন।
বক্তারা আরো বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা। শতভাগ যাচাই না করে কোন সংবাদ প্রচার করা যাবেনা বলেও বক্তারা যোগ করেন।