নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে পর্যটন দিবস-২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যে এবং যৌথ আয়োজনে দিবসটি পালন করে জেলা পরিষদ ও জেলা প্রশাসন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার, এমপি। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও বিশ্ব পর্যটন দিবস উদযাপন কমিটির আহবায়ক নিউচিং মারমা প্রমূখ।
বক্তেব্যে কক্তারা বলেন, রাঙামাটি পর্যটন শিল্পের জন্য একটি অপার সম্ভাবনাময় এলাকা। দেশের মানুষ ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যায়। উন্নত দেশের মত সুবিধা থাকলে বিদেশ থেকে মানুষ আমাদের রাঙামাটিতে বেড়াতে আসবে। যদিও এখন স্বল্প পরিসরে আসছে তবে তা একেবারেই কম।
বক্তারা আরো বলেন, আমাদের পর্যটন শিল্প কে উন্নত করতে হবে। তবে তা পরিবেশ কে ধ্বংস করে নয়। পরিবেশ কে বাচিয়ে রেখেই আমাদের পর্যটন শিল্পে ব্যপক উন্নয়ন করতে হবে। তবেই পর্যটন খাতে লাভজনক ব্যবসা এবং বিরাট কর্মস্থানের সুযোগ লাভ করা যাবে।
আলোচনা শেষে অতিথিরা জিমনেসিয়াম মাঠে পর্যটন দিবস উপলক্ষ্যে ৪দিনব্যাপী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে জেলা পরিষদ হতে বিশাল একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম মাঠে এসে শেষ হয়।