নিজস্ব প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূণ্য তীর্থভূমি রত্নাংকুর বন বিহারে মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে রত্নাংকুর বন বিহারের দেশনালয়ে বিহার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ডু দান, ৮৪ হাজার বাতি দান ও মধু দান সহ নানাবিধ দানের মধ্য দিয়ে মধু পূর্ণিমা উদযাপন করা হয়।
বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি দেওয়ানের সভাপতিত্বে পূন্যানুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির।
এতে সাংগঠনিক সম্পাদক উষাকিরণ চাকমার সঞ্চালনায় প্রধান পূর্ণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, ১নং সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা সুপম, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য পরেশ চাকমা, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেব জ্যোতি চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে ভিক্ষু সঙ্ঘের উদ্দেশ্যে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করেন সমবেত পূর্ণ্যার্থীরা। এসময় দেব মনূষ্য সুখ শান্তি মঙ্গল কামনায় পূজনীয় ভিক্ষুরা সুত্রপাঠ করেন। পরবর্তীতে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত বিহার পরিচালনা কমিটির অফিস কক্ষ উদ্ভোদন করা হয়।
উল্লেখ্য, মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম এক শুভ তিথি। প্রতিবছর এই সময়ে বৌদ্ধ ভিক্ষুরা ত্রি-মাসিক বর্ষাবাস যাপন করে থাকেন। বিশেষ করে বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমায় মধু পূর্ণিমা উদযাপিত হয়। বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসে এই উৎসব উদযাপন করা হয়। তাই এর অপর নাম ভাদ্র পূর্ণিমা। তবে বিশ্বে এটি ‘মধু পূর্ণিমা’ নামে পরিচিত।