নিজস্ব প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙামাটির সংঘারাম বিহারে মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সংঘারাম বিহারের দেশনালয়ে এলাকাবাসীর আয়োজনে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ডু দান, মধু দান সহ নানাবিধ দানের কার্য সম্পাদন করা হয়।
এসময় দেব মনূষ্য সুখ শান্তি মঙ্গল কামনায় পূজনীয় ভিক্ষুরা সুত্রপাত করেন।
পার্বত্য ভিক্ষু সঙ্ঘের সভাপতি ও সংঘারাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রদ্ধালংকার মহাথের এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মওলা ও বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরেন্দ্র চাকমা প্রমুখ।
এর আগে প্রধান অতিথি জেলা পরিষদের বাস্তবায়নে নির্মানাধীন সংঘারাম পালি কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।