নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধীকার প্রকল্প ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনে সড়ক ও জনপদের বাধার প্রেক্ষিতে রাঙামাটিতে ২ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনগণ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙামাটি সরকারী কলেজ গেইট এলাকায় জেলা মডেল মসজিদ ও ইমলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা থাকলেও উপস্থিত হননি প্রধান অতিথি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার সহ সংশ্রিষ্ট অতিথিরা।
এক পর্যায়ে বিক্ষুদ্ধ হয়ে পড়ে উপস্থিত জনতা। পরে তারা সড়ক অবেরোধ করে মিছিল করতে থাকে।
জানতে চাইলে স্থানীয় মোঃ শহিদুল আলম স্বপন বলেন, কলেজ গেইট মসজিদ টি মডেল মসজিদ এর জন্য নির্ধারণ করা হয়েছে। এর আগে কলেজ গেইট মসজিদ কে মডেল মসজিদ করার জন্য আমরা সড়ক ও জনপথের প্রকৌশলী থেকে অনুমতি নিয়েছি। কিন্তু বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি কোন ভাবেই এখানে মসজিদ নির্মাণ করতে দিতে রাজি নন। এর পরেও অনেক যাচাই বাছাই শেষে আজ ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা ছিল। কিন্তু সড়ক ও জনপথের আপত্তির কারণে অতিথিরা না আসায় অমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
অবস্থা সামাল দিতে মাঠে নামে রাঙামাটি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হয়।
জেলাপ্রশাসক মোশারফ হোসেন খান এসময় বিক্ষুব্ধ জনতার উদ্যেশ্যে বলেন, মডেল মসজিদ মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধীকার ভিত্তিক প্রকল্প। মসজিদ কমিটি বা এই মসজিদের স্থানীয় ১০জন মুসল্লী এবং সড়ক ও জনপদের সাথে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। আমি আশ্বাস দিচ্ছি এখানেই মসজিদ হবে। তবে তা অফিসিয়াল প্রক্রিয়া শেষে। মাননীয় এমপি মহোদয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সকলেই এই মসজিদের বিষয়ে যথেষ্ট আন্তরিক। আমরা সকলে মিলে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করবো।
এসময় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাঙ্গামাটির কলেজ গেইট মসজিদ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হলেও আপত্তি তোলে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ। রাজস্থলি, নানিয়ারচর, কাউখালী ও বাঘাইছড়িতে মডেল মসজিদ উদ্বোধন করা হলেও ভূমি সংক্রান্ত জটিলতায় রাঙ্গামাটির জেলা পর্যায়ে ও সদর উপজেলায় মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা সম্ভব হয়নি।