নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র্যালী ও উন্নয়ন মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে জিমনেশিয়াম মাঠে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় অন্যান্যের মাঝে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মাহমুদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, এই সরকারের উন্নয়ন শহর থেকে গ্রামে পৌঁছেছে। ধারাবাহিক উন্নয়নে দেশের চিত্র পাল্টে গেছে। এই সরকারের উন্নয়নের ধারা চলমান থাকলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
জেলাপ্রশাসক সহ অতিথিরা এসময় মেলায় অংশগ্রহনকারী সরকারী বিভিন্ন দপ্তরের স্টলে সেবা প্রদানে দাপ্তরিক কর্মকান্ড সমূহ ঘুরে দেখেন। এর আগে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে জিমনেশিয়ামে শেষ হয়।