॥ নিজস্ব প্রতিনিধি ॥
গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ রাঙামাটি জেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রিজার্ভ বাজার শহীদ আব্দুল আলী একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফের শাহজাদা শেখ মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী।
অনুষ্ঠানে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী নুর আজাদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা হাজী মো: নজরুল ইসলাম চৌধুরী, হাজী ছলিম উল্লাহ (সেলিম), মো: নুরুল আজিম খান, এম এ হোসাইন বাবুল, মো: হারুনুর রশিদ ও ইয়াসিন রানা সোহেল, সহ সভাপতি মো: নাছির উদ্দীন ও মো: মুসলিম উদ্দীন। কোরআন তেলাওয়াত করেন মো: এনামুল হক আনসারী।
আলোচনা সভার পর প্রধান অতিথি শেখ মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী নবগঠিত কমিটির সকলের পরিচিতি সম্পন্ন করেন। এরপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।