॥ নিজস্ব প্রতিনিধি॥
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণ্যাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে রাঙামাটি পৌরসভার সামনে থেকে মহিলা দলের নেতাকর্মীরা বর্ণ্যাঢ্য র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে র্যালিটি শেষ হয়।
এসময় ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান বেগম পারুল, সাধারণ সম্পাদক ছালেহা আক্তার, সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন, পৌর শাখার সভাপতি রোজী আক্তার, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, সকল ওয়ার্ড শাখার সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় সংগীত পাঠ ও শপথ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।