॥ নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানের আজিজনগরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে কিছু কুচক্রি মহল। প্রতিদিন ৬-৭জন শ্রমিক দিয়ে তেলুনিয়া খাল থেকে অবাধে বালু উত্তোলন করা হলেও রহস্য জনক কারণে নিরব রয়েছে প্রশাসন।
সরেজমিন ঘুরে দেখা যায়, লামা উপজেলার আজিজনগর তেলুনিয়া খাল থেকে নির্বিকারে বালু উত্তোলনের চিত্র দেখা গেছে। এখানে ৬-৭ জন শ্রমিক দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী আলতাব হোসেন মৌলভিসহ বেশ কয়েকজন প্রভাবশালীরা।
স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। এতে নদীর পানি প্রবাহ কমে যাওয়াসহ বিভিন্ন স্থানে রাস্তা ভাঙন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কৃষি জমি ও বসত ভিটাও পড়েছে হুমকির মুখে। অসাধু বালু ব্যবসায়ীরা ক্ষমতাসীন ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে উপজেলার বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। আর যত্রতত্র ভাবে বালু উত্তোলনের ফলে রাস্তাঘাট ও বাঁধ নষ্ট হয়ে একদিকে যেমন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে অন্যদিকে পরিবেশ নষ্ট হচ্ছে।
বালু উত্তোলনকারী আলতাব মৌলভি বলেন, এলাকার কিছু যুবক দিয়ে আমি অল্প বালু উত্তোলন করছি আসলে বালি উত্তোলনের জন্য আমি প্রশাসন থেকে কোন অনুমতি নেয়নি।
লামা উপজেলা প্রশাসন বলেন, কারা বালি উত্তোলন করছে এ ব্যাপারে আমার জানা নেই। তবে আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।