॥ নিজস্ব প্রতিবেদক ॥
কাউখালিতে অর্থদর্শী ভান্তের ২৯তম জন্মদিন উপলক্ষে মহতী পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কাউখালীর মিতিংগাছড়ি ধর্মগিরি সাধনা কুঠিরে নানিয়ারচর রামহরি পাড়ারর মীরন খীসার পরিবার বর্গের সৌজন্যে এ পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অর্থদর্শী ভান্তের ২৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, পঞ্চশীল প্রার্থনা, অষ্টশীল, সংঘদান ও নানাবিধদানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনা করা হয়।