নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির আরশিনগর এগ্রো প্রজেক্টে ৫০টি অ্যাভোকাডো গাছের চারা রোপণ কেরেছে জেলা পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) আরশিনগর পুলিশ ক্যাম্পস্থ আরশিনগর এগ্রো প্রজেক্টে ৫০টি অ্যাভোকাডো গাছের চারা রোপণ করেন, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
অ্যাভোকাডো গাছটি লরেল পরিবারের একটি মাঝারি আকারের চিরহরিৎ গাছ। এটি আমেরিকার স্থানীয় এবং পাঁচ হাজার বছরেরও বেশি আগে মেসো আমেরিকাতে প্রথম জন্মে। গাছটি দক্ষিণ-মধ্য মেক্সিকো এবং গুয়াতেমালার সেতুর উচ্চভূমির গাছ। সালাদে অ্যাভোক্যাডো যোগ করলে পরিপাকনালীতে সালাদ থেকে নির্গত ক্যারোটিন জাতীয় এন্টিওক্সিডেন্টের (লাইকপিন, বেটা-ক্যারোটিন ইত্যাদি) শোষণ দ্বিগুন থেকে চারগুন বৃদ্ধি পায়। এই ক্যারোটিন প্রদাহবিরোধী হিসেবে কাজ করে বলেও জানা যায়।
পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় অ্যাভোকাডো গাছ রোপণের বিষয়ে তদারকি করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম। এসময় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবু হানিফ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।