নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির বিলাইছড়িতে বন্যার স্রোতে ভেসে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেল আনুমানিক ৩টায় ঠেগা নদী পারাপারের সময় বন্যার পানিতে ভেসে গিয়ে উজ্জ্বল চাকমা (২৫) নিখোঁজ হয়ে যায়। সে বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শালবাগান এলাকার নিরত চাকমার ছেলে।
পরিবার ও আত্মীয় সূত্রে জানা যায়, সকালে পাড়ার এক প্রতিবেশিকে সাথে নিয়ে বাংলাদেশ ও ভারতের শেষ সীমান্তে বেড়াতে যায় দুজনেই। সেখান থেকে বিকেল আনুমানিক ৩টার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে মাঝপথে ছড়া (ছোট নদী) পার হতে গেলে বিপাকে পড়ে যায়। গতকাল ভারি বৃষ্টি হওয়াতে ছড়ার পানি বেড়ে গিয়ে স্রোতে পরিণত হয়। যার ফলে ছড়া পারাপারের সময় কান্দর চাকমা (ছদ্মনাম) পার হতে পারলেও উজ্জ্বল চাকমা মুহুর্তে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরিবার ও আত্মীয় স্বজন অনেক খোঁজাখুজির পরে তার কোন সন্ধান পায়নি। উজ্জ্বল চাকমার দেহ খুঁজে পাওয়া গেলে নিম্নে নাম্বারে (+880 1881-807927) পরিবারের লোকের সাথে যেন যোগাযোগ করে সে অনুরোধ করেন।
এবিষয়ে শালবাগান এলাকার গ্রামের প্রধান (কার্বারী) যদুলাল চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সত্যটা নিশ্চিত করেন। তিনি জানান, নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আছে।