॥ স্টাফ রিপোর্টার ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে হতদরিদ্র, গরীব-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র, গরীব-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার) পিএসসি।
এসময় অন্যান্যের মাঝে রাঙামাটি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ শহীদুল ইসলাম-পিএসসি, নায়েক সুবেদার মোঃ আব্দুল হক, গোলাম মোস্তফাসহ বিজিবির উদ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি সেক্টর কর্তৃক হত-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আমাদের এ মানবিক কর্মসূচির আওতায় রাঙামাটি সেক্টরের আওতাধীন চারটি ব্যাটালিয়ানের সবগুলো ক্যাম্পের মাধ্যমে সহশ্রাধিক হতদরিদ্র, গরীব-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।