নিজস্ব প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টের নিহত সকল শহীদ স্মরণে রাঙামাটিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বিকালে রাঙামাটি জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা করা হয়। সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুল, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকম, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুমং চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বৃষকেতু চাকমা বলেন, জাতীয় নির্বাচন ঘনিয়ে এলে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র শুরু হয়। বিএনপি ক্ষমতায় আসার জন্য নানা ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আওয়ামী লীগের সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।