স্টাফ রিপোর্টারঃ
পার্বত্য জেলা রাঙামাটিতে চলতি বছরে ৫ম বারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে রাঙামাটির কতোয়ালী থানা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জুলাই মাসে ওয়ারেন্ট নিষ্পত্তির জন্য কতোয়ালী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত ঘোষণা করেন, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার)।
সভায় কতোয়ালী থানার অফিসার ইর্নচাজ আরিফুল আমিন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, কাপ্তাই থানার এসআই (নিরস্ত্র) মো: ইমাম উদ্দিন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও কতোয়ালী থানার এএসআই (নিরস্ত্র) মো: ফিরোজ আলমের হাতে নগদর্ অথ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ এমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলামসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানাগেছে, কতোয়ালী থানা কর্তৃপক্ষ তার অধীন রাঙামাটি সদর এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাঙামাটিতে আগত পর্যটকদরে নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ বিট পুিলশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহরে অগ্রগতি সহ চেকপোস্টে নিরাপত্তা জোরদার করায় গত জুলাই মাসের অভিন্ন মানদন্ডের আলোকে রাঙামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে কতোয়ালী থানাকে নির্বাচিত করা হয়। এনিয়ে পঞ্চমবাররে মতো রাঙামাটি জেলায় কতোয়ালী থানা শ্রেষ্ঠ থানার খেতাব অর্জন করলো।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।