মাহাদী বিন সুলতানঃ
আপোষহীন নেত্রী খ্যাত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে রাঙামাটি জেলা আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর শহরের কালেক্টরেট জামে মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করে আইনজীবী সংগঠনটি।
এসময় রাঙামাটি জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি অ্যাড. শাহ আলম, অ্যাড. শহিদুল ইসলাম, অ্যাড. আবছার উদ্দিন, অ্যাডঃ মিঠু, দপ্তর সম্পাদক অ্যাডঃ মুন্না সরদার, সদস্য অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন, মোঃ জামাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শাহজালাল সুমন, মোঃ প্রিথম সরদার, মোঃ ওসমান গণি লিটু, মোঃ নুর উদ্দিন, মোঃ ইব্রাহীম দেওয়ান ও মোঃ হেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম।

