লংগদু প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান এবং এ অঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে লংগদু জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি’র সভাপতিত্বে, লংগদু জোনের চিত্তবিনোদন কক্ষে এই মতববিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, সহকারি পুশিশ সুপার (লংগদু – বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান ও তদন্ত ওসি স্বরজিত দেবনাথসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা লংগদু উপজেলায় চাঁদাবাজি এবং বিভিন্ন প্রকার অবৈধ কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করার উপর জোর দেন। এসময় জোন কমান্ডার চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও তিনি স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

