নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বুধবার, ২৭আগষ্ট) বিকেলে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি রণ বিকাশ চাকমা ও জহিরুল ইসলাম, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস ও সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন।
এছাড়াও অন্যান্যের মাঝে নানিয়ারচর সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক তাবু চাকমা, বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সফিউল ইসলাম সফি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল এর যুগ্ম আহ্বায়ক হানিফ মীর ও মোঃ রিয়াজ, সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব হেলাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন, মহিলা দলের সভাপতি বিলকিস বেগম, শ্রমিক দলের সভাপতি নুজরুল ইসলাম মুন্না, তাঁতি দলের সভাপতি মোঃ লিটন মিয়া সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ওলামা দলের সহ সভাপতি মাওলানা ইয়াকুব আলী, জাসাস সভাপতি বিশ্বজিৎ চাকমা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কৃষকদলের সভাপতি বিপুল চাকমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এর সকল নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ইতিহাস ও ঐতিহ্যের ৪৭বছরে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলা গুম খুন করেও বিএনপিকে দমাতে পারেনি তারা। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত দেশের তালিকায় থাকত। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামিলীগ দেশের মানুষ কে জিম্মি করে নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে দেশকে সামনে এগিয়ে নিতেই কাজ করছে বিএনপি।