নিজস্ব প্রতিনিধিঃ
“বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতি নির্মূলের বিকল্প নেই” এই প্রতিপাদ্যে নানিয়ারচরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) দুপুরে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, জেলা কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, সহকারী শিক্ষা অফিসার তাপসী চাকমা, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা ও নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অন্বেষা চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিচারক মণ্ডলীর দ্বায়িত্ব পালন করেন, নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, নানিয়ারচর হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববীদ মো. জোবাইদুর রহমান ভাষাণী ও উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান। এতে মডারেটর হিসেবে ছিলেন, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক।
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় ও বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। গ্রুপ পর্বের বিতর্ক প্রতিযোগিতায় বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় ও বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয় দল কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে বিবি করিমুন্নেছা জানান, প্রযুক্তি আমাদের জীবন কে সহজ করে। তবে প্রযুক্তি ব্যবহার করে আমাদের সমাজে অনেক দূর্নীতি হয়ে থাকে। দূর্নীতি রুখে দিতে শুধু প্রযুক্তির ব্যবহার নয়, সুস্থ মানসিক দৃষ্টিভঙ্গী ও প্রয়োজন। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতি নির্মূলের পাশাপাশি সচেতনতা ও আধুনিক চিন্তাভাবনা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মধুসূদন চাকমা, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিকাশ খীসা, বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম ও সহকারী শিক্ষক হাসান মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।