নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগষ্ট) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. ইমরানুল হক ভূঁইয়া ও রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পার্বত্য অঞ্চলে কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নে আমাদের কাজ করতে হবে। তাই এই সেক্টর গুলোতে সহজ শর্তে ঋণ প্রদান করার আহবান জানান জেলা প্রশাসক।